পুলিশের জন্য নগদে লেনদেন ফ্রি

পুলিশ সদস্যরা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিনা মাশুলে লেনদেন করতে পারবেন। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব সব পুলিশ সদস্যের জন্য এ সেবা চালু করা হবে।

আজ মঙ্গলবার নগদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের জন্য বিনা মাশুলে লেনদেন–সেবা চালুর বিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এ সেবা চালু করতে শিগগিরই পুলিশ সদস্যদের ডেটাবেজ তৈরির কাজ শুরু করতে চাই আমরা। পুলিশ সদস্যরা সব সময় আমাদের নিরাপত্তাসহ নানা ধরনের সেবা দেয়। তার বিনিময়ে আমরা কখনো ধন্যবাদ পর্যন্ত বলি না। পুলিশের প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে নগদের পক্ষ থেকে এ সুবিধা চালু করা হচ্ছে।’

নগদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মাশুল ছাড়া এমএফএসে লেনদেনের এ সুবিধা বিশেষায়িত কোনো বাহিনীর জন্য দেশে এটাই প্রথম উদ্যোগ।