কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরে হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন আফ্রিদি

৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই আসরের জন্য পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইনজুরির শিকার হওয়া শাহীনকে কুমিল্লার জার্সিতে দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পাক পেসার অবশ্য সেই শঙ্কা উড়িয়ে দিলেন।

শনিবার শাহীন শাহ আফ্রিদির একটি খুদে ভিডিও বার্তা প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লিখেছে, ‘বল হাতে প্রতিপক্ষের আতঙ্কের নাম, বর্তমান বিশ্বের সেরা বোলার পাকিস্তানি সুপারস্টার পেসার শাহীন শাহ আফ্রিদি এবার বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামবেন। ভিক্টোরিয়ান্সভক্তদের জন্য পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। আফ্রিদির জন্য একবার উইন অর উইন স্লোগান শুনতে চাই। ’

ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘হাই, আমি শাহীন আফ্রিদি। ২০২৩ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি আমি। উইন অর উইন। ’