অমর একুশে বইমেলায় কবি ও কথাসাহিত্যিক মো.আদিল মাহমুদ রচিত একক বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষ্যে সময়ের সুর প্রকাশন, ডাক বাংলা প্রকাশনী, নব সাহিত্য প্রকাশনী, হরিৎপত্র প্রকাশনী, অনন্য প্রকাশন এবং সুলেখা লাইব্রেরী থেকে প্রকাশিত ১/ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ- শিশুতোষ কাব্যগ্রন্থ, ২/মুজিব শতবর্ষে শত কবিতা- কাব্যগ্রন্থ, ৩/ স্বাধীনতার অর্ধশত বার্ষিকীতে অর্ধশত কবিতা- কাব্যগ্রন্থ, ৪/ ৭১ স্মরণে ৭১ সংগীত- গানের লিরিক্স, ৫/স্বাধীনতার অর্ধশত বার্ষিকীতে অর্ধশত সংগীত- গানের লিরিক্স, ৬/ লাল সবুজে বঙ্গবন্ধু- কাব্যগ্রন্থ, ৭/ বাংলার মাটি- কাব্যগ্রন্থ, ৮/ অম্বুনিধির কনে- কাব্যগ্রন্থ, ৯/ অন্তর্জাল- কাব্যগ্রন্থ, ১০/ নীল চিরকুট- উপন্যাস, ১১/প্রেমের সমাধি- উপন্যাস, ১২/ ভালোবাসার নিশানা- উপন্যাস, ১৩/ভালোবাসার মহিমা- উপন্যাস,
১৪/ ভালোবাসার নোনাজল- উপন্যাস, ১৫/ নীল প্রহরের চিঠি- উপন্যাস, ১৬/ খোকনের মেম সাহেব- উপন্যাস, ১৭/ জয়া ও সুরলা- ছোট গল্প, ১৮/ভালোবাসা, প্রেম ও বর্তমান অবস্থা- প্রবন্ধ, ১৯/ সায়রের ওপারে ফুল- যৌথ কাব্যগ্রন্থ,
২০/ হারিয়ে যাওয়া প্রাণয়- যৌথ কাব্যগ্রন্থ, ২১/ সাত সাগরের ওপারে- যৌথ কাব্যগ্রন্থ। কবি ও কথাসাহিত্যিক মো. আদিল মাহমুদ রচিত একক কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, সায়েন্স ফিকশন, রম্য রচনা, ছড়া, ছোট গল্প, গানের লিরিক্স, শিশুতোষ ছড়া, শিশুতোষ গল্পগ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করলেন উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি, গবেষক, সংগঠক, বহুগ্রন্থ প্রণেতা, বহু ভাষাবিদ, সম্পাদক, প্রাবন্ধিক, ছড়াকার, কলামিস্ট মাহমুদুল হাসান নিজামী, উদ্বোধক কবি ও সংগঠক শ ম দেলোয়ার জাহান, বিশেষ অতিথি কবি ও কথাসাহিত্যিক হাসিনা মমতাজ, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, কবি ও সংগঠক জেবুন্নেছা মিনা, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক, যুব মহিলালীগ, ঢাকা মহানগর দক্ষিণ, কবি ও কথাসাহিত্যিক মাহমুদা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি ও কথাসাহিত্যিক লুসি নাহার, কন্ঠশিল্পী, স্বর্ণা-ফ্যাশন ডিজাইনার, কষ্টকবি-চারুকলা আর্টিস্ট, কবি ও কথাসাহিত্যিক মনজু খন্দকার, কবি ও সংগঠক নাসরীন ইসলাম, কবি ও কথাসাহিত্যিক হাসান মাহমুদ এবং অন্যান্য কবি-সাহিত্যিক প্রমুখ। সকল গুণিজন কবি ও কথাসাহিত্যিক মো. আদিল মাহমুদ রচিত একক বইগুলো হাতে পেয়ে কিছু অংশ লেখা পড়ে ভূয়সী প্রশংসা করেন এবং লেখকের ভবিষ্যতে কলম চলার পথকে সুগম করে উত্তরোত্তর সাফল্য ও সম্পৃক্ততা কামনা করেন। উক্ত বইগুলো অমর একুশে বইমেলা ২০২৩, সোহরাওয়ার্দী উদ্যানের নব সাহিত্য প্রকাশনী, অনন্য প্রকাশনী, হরিৎপত্র প্রকাশন, সময়ের সুর প্রকাশন, সুলেখা লাইব্রেরীতে পাওয়া যাবে। উক্ত বইগুলো পাঠকপ্রিয়তা পাবেন যা আশা করা যায়।