ইউটিউব দেখে বোমা তৈরি, বিস্ফোরণে হাতের কবজি বিচ্ছিন্ন

ফেনী প্রতিনিধি :১৫ জুলাই ২০২৩,

ফেনীর সোনাগাজীতে বোমা বিস্ফোরণে আবদুল্লা আল নোমান নামে এক যুবকের হাতের কবজি উড়ে গেছে। আহত হয়েছেন আবদুল আজিজ নামে আরেক তরুণ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার (১৪ জুলাই) রাতে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বাদী হয়ে ওই দুই তরুণসহ পাঁচ জনকে আসামি করে থানায় একটি মামলাটি করেন। সেখানে অভিযোগ কার হয়েছে, ইউটিউব দেখে দুই বন্ধু মিলে বোমা তৈরির চেষ্টাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান।বোমা বিস্ফোরণে আহত আবদুল আজিজের বাবা রুহুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলে ও ছেলের বন্ধু আবদুল্লাহ আল নোমান ইউটিউব দেখে বোমা তৈরির চেষ্টা করেনি। স্থানীয় একটি কুচক্রী মহল তাদের ফাঁসাতে ও হয়রানি করতে নানা কল্পকাহিনি তৈরি করছে। মূল ঘটনা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খেলার সময় বাড়ির বাইরে লাল টেপ দিয়ে মোড়ানো গোলাকার বল আকৃতির একটি বস্তু পায় আজিজ ও নোমান। নোমান বল ভেবে সেটি বাড়িতে এনে জানালার পাশে রাখে। পরে সেটি বিস্ফোরণে তার হাতের কবজি উড়ে যায়। দ্রুত আমরা নোমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আজিজও সামান্য আঘাত পেয়েছে।’মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবদুল্লাহ আল নোমান আড়কাইম গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত ৮টার দিকে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতেরর কবজি উড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।