সদর দক্ষিনের রাজেশপুর ইকোপার্কে ১৭ মামলার আসমীর প্রকাশ্যে মাদক বিক্রি

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ৬নং পূর্ব জোরকানন ইউনিয়ে অবস্থিত রাজেশপুর ইর্কো পার্ক, এক সময় প্রতিদিন দেশের বিভিন্ন প্রন্ত থেকে বিভিন্ন পর্যটক আসতেন এ-ই ইর্কো পার্ককে, পার্কের আশপাশে রয়েছে কয়েকটি পরিবারের বসবাস, সেই বাড়িগুলোর বেশির ভাগ মানুষ করছে মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, চুরি সহ গুঁড়তে আশা সাধারণ মানুষের টাকা পয়সা, মোবাইল সহ জিম্মি করে নিয়ে যেতো সকল মালামাল। বর্তমানে ইকোপার্কটি ধংশের পথে, আশপ্বা্শের বাড়ি গুলো থেকে চলছে রমরমা মাধক ব্যবসা, একদিকবার আইনশৃংঙ্খলা বাহিনী এই মদক ব্যবসায়ীরা জেল থেকে বের হয়ে পূনরায় আবার মাদক ব্যবসা চলিয়ে যাচ্ছে, প্রতিদিন সকাল থেকে সারারাত জেলার বিভিন্ন স্থান থেকে মাদকসেবনকারী রা আসেন এই মাদক ব্যবসার নেতৃতে রয়েছে একাধিক সিন্ডিকেট যাদের মধ্য অন্যতম রাজেশপুর প্র:জগপুর দক্ষিনপাড়া (ইকোপার্ক সংলগ্ন) আলী নেওয়াজ মিয়ার পু্ত্র বিশিষ্ট মাদক ব্যবসায়ী ১১টি মামলার আসামী রুবেল, তাহার ভাই কালা,ওয়াসিম সহ পরিবারের সদস্যারা, অন্যদিকে ১৭টি মামলার আসামী চারুমিয়ার পু্ত্র কাশেম, সহ কয়েকটি সিন্ডিকেট। স্থানীয় এলাকার নাম প্রকাশে এক ব্যক্তি বলেন রুবেলের রয়েছে একদল পেঠুয়া বাহীনি তাহাদের বিরুদ্ধে কেহ কোন প্রতিবাদ করলে নানাহ ভাবে হয়রানির শিকার হতে হয়, আর কাশেম মদ্যপান করে দা চেনি নিয়ে হামলা করে তাই আমরা অসহায়, তাদের অত্যাচারে আজ ইকোপার্কটি ধংশের পথে। আমরা বিষটি নিয়ে একাধিক বার স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা চেয়েছি। আমরা এ-ই ঐতিহ্যবাহী পার্কটিকে রক্ষা করার দাবী জানাই।